বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন এবার অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে হোবার্ট হ্যারিকেনসের জার্সি গায়ে মাঠ মাতাবেন। এই খেলায় অংশ নেওয়ার জন্য ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিসি) থেকে নেগেটিভ অফিস কনসেন্ট (এনওসি) পেয়েছেন তিনি।
চলতি বিপিএল চলাকালীনই শুরু হবে অস্ট্রেলিয়ান লিগ, তবু রিশাদ পুরো মনোযোগ দিয়ে হোবার্টের হয়ে খেলতে চান। প্লেয়ার ডেভেলপমেন্টের দিক দিয়ে বোর্ডও এই সিদ্ধান্তে সন্তুষ্ট।
এর আগে বিগ ব্যাশের এক মৌসুমে রিশাদের সুযোগ এসেছিল হোবার্টের হয়ে খেলতে, কিন্তু তখন এনওসি না পাওয়ায় মাঠে নামতে পারেননি তিনি। ওই মৌসুমে তাসমানিয়া ফ্র্যাঞ্চাইজিই শিরোপা জিতেছিল। এবার সেই আক্ষেপ মিটিয়ে রিশাদ হোবার্টকে চ্যাম্পিয়ন করার লক্ষ্য নিয়ে মাঠে নামছেন।

