সোহাগ হাসান জয়,সিরাজগঞ্জ:
আগামী শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় বগুড়া থেকে ঢাকা ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় অবস্থিত বিসিক শিল্পপার্কে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখবেন তিনি।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব এম দুলাল উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজশাহী ও রংপুর বিভাগে নির্বাচনী সফরের অংশ হিসেবে সিরাজগঞ্জেও আসছেন। এদিন জেলার ৬টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করে দেবেন তিনি।
তিনি আরো বলেন, এর আগে ১১ জানুয়ারী বিসিক শিল্পপার্ক এলাকায় দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে অংশ গ্রহন করার কথা ছিলো। কিন্তু নির্বাচন আচারণ বিধির কারণে নির্বাচন কমিশনের অনুরোধে তিনি তার উত্তরবঙ্গ সফল স্থগিত করেন।
এদিকে বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক চিঠিতেও তারেক রহমানের সিরাজগঞ্জ জনসভায় অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়। রিটার্নিং কর্মকর্তা বরাবর প্রেরণ করা ওই চিঠিতে নির্ধারিত স্থানে জনসভা করার অনুমতি চাওয়া হয়েছে।
সিরাজগঞ্জের ৬টি আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, তারেক রহমানের জনসভা সফল করতে জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। জনসভা সফল করতে বিএনপি ও এর সকল অঙ্গ সহযোগী সংগঠনকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, দীর্ঘদিন পর তারেক রহমানের আগমণকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে। আমরা আশা করছি জনসমাবেশে রেকর্ডসংখ্যক দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের জনসমাগম হবে ইনশাহআল্লাহ।
উল্লেখ্য যে, এর আগে ২০০৬ সালের ২৪ ডিসেম্বর তিনি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জনসভায় উপস্থিত ছিলেন। ২০০৮ সালে দেশ ছাড়ার দীর্ঘ ১৭ বছর পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি লন্ডন থেকে বাংলাদেশে ফিরে আসেন।

