সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঐতিহাসিক **নির্মাই শিববাড়ি প্রাঙ্গণে শুরু হয়েছে শিব চতুর্দশী মেলা। মহাশিবরাত্রি উপলক্ষে আয়োজিত এই ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবে প্রথম দিন থেকেই ভক্ত ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।
শ্রীমঙ্গলের আশীদ্রোণ ইউনিয়নের শংকরসেনা গ্রামে অবস্থিত এই শিববাড়ির ইতিহাস প্রায় ৫৭০ বছরের পুরনো। ১৪৫৪ সালে ত্রিপুরার মহারাজ এই শিবমন্দির প্রতিষ্ঠা করেন। বিলাশছড়া নদীর তীরে বিশাল দীঘির পাড়ে অবস্থিত এই মন্দিরে সিঁড়ি বেয়ে উঠে দর্শনার্থীরা দর্শন করেন বানেশ্বর শিবলিঙ্গ।
প্রতি বছর মহাশিবরাত্রিতে ভক্তরা এখানে সমবেত হন শিবপূজা, উপবাস ও রাত্রি জাগরণ করতে। মন্দির প্রাঙ্গণে বসে দুই দিনব্যাপী শিব চতুর্দশী মেলা,যেখানে ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি চলে লোকজ সংস্কৃতি, পূণ্যস্নান ও বিভিন্ন আয়োজন।
শিবমন্দিরের পাশেই রয়েছে কালীমন্দির ও গণেশ মন্দির,যা এটিকে শুধু শিবভক্তদের জন্য নয়, সনাতন ধর্মাবলম্বীদের জন্যও এক গুরুত্বপূর্ণ তীর্থস্থান করে তুলেছে।
ধর্মীয় বিশ্বাস,ঐতিহ্য আর লোকজ সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন ঘটিয়ে শিব চতুর্দশী মেলা পরিণত হয়েছে শ্রীমঙ্গলের অন্যতম আকর্ষণে। প্রতিবছরের মতো এবারও দূর-দূরান্ত থেকে আসা ভক্তদের পদচারণায় মুখরিত এই ঐতিহাসিক স্থান।