সরাইল (ব্রাহ্মনবাড়িয়া)প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের বনিকপাড়া এলাকার স্বর্গীয় মনমোহন তলাপাত্রের বাড়িতে বনিকপাড়া’র ভক্তবৃন্দের আয়োজনে ১০ম বার্ষিক মহোৎসব সম্পন্ন হয়েছে ।
রোববার ২৩ ফেব্রুয়ারি থেকে বুধবার ২৬ ফেব্রুয়ারি অরুণোদয় পর্যন্ত চলে ২৪ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন ।
এর আগে শুক্রবার ২১ফে্ব্রুয়ারি গীতা পাঠের মধ্যদিয়ে শুরু হয় ১০ম বার্ষিক মহোৎসব ,শুক্রবার শ্রীমদ্ভাগবত গীতা থেকে পাঠ করেন শ্রী গৌরমোহন দাস শনিবার শ্রীমদ্ভাগবত গীতা থেকে পাঠ করেন শ্রী ভক্তি কিংকর দামোদর মহারাজ । এরপর মঙ্গল ঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হয় ২৪ প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন । তিন দিন ব্যাপী হরিনাম পরিবেশনায় ছিলেন , ককৃষ্ণ সারথি সম্প্রদায় – সিরাজগঞ্জ , শিশু গোপাল সম্প্রদায় – মাগুরা , ব্রজের মাধুরি সম্প্রদায় – গোপালগঞ্জ , আদি সৎসংঘ সম্প্রদায় – সাতক্ষীরা , বীনাপানি সম্প্রদায় – গোপালগঞ্জ ও মাধুরি লতা সম্প্রদায় – গোপালগঞ্জ ।
মঙ্গলবার দ্বিপ্রহর থেকে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এছাড়া প্রতিদিন ই ভক্তবৃন্দদের জন্য প্রসাদের ব্যবস্থা ছিল । বুধবার নগর কীর্তনের মধ্যদিয়ে শেষ হয় এবারের আয়োজন ।