বরিশাল প্রতিনিধি
বরিশালের ঐতিহ্য বাহী চরমোনাইর ময়দানে ফাল্গুন মাসের তিন দিন ব্যাপী বাৎসরিক মাহফিল আরম্ভ হয়েছে।
১৯/২/২০২৫ ইং বুধবার জোহরের নামাজের পরে চরমোনাইর পীর আমীরুল মুজাহেদীন মাওলানা মুফতি সৈয়দ মোঃ রেজাউল করিমের উদ্ভোধনী বয়ানের মাধ্যমে মাহফিলের মুল কার্যক্রম শুরু হয়েছে। গত বছরের ন্যায় এবারও উদ্ভোধনী বয়ান সহ মাহফিলে মোট সাতটি বয়ান হবে।
তিন দিন ব্যাপী চরমোনাইর মাহফিল তথা বাংলাদেশের সর্ব বৃহৎ ইসলামী মহা সন্মেলনের আখেরী মোনাজাত হবে ২২/২/২০২৫ ইং শনিবার সকাল ৮ টায়।
এ বছরও মাহফিলের আগত মুসুল্লিদের সুবিধার্থে এবং ২০০ একরের অধিক জায়গা সম্বলিত মোট ৫ টি মাঠ প্রস্তুুত করেছে মাহফিল কর্তৃপক্ষ। এবং অসুস্থ মুসুল্লিদের চিকিৎসা সেবা দিতে ১০০ শয্যার হাসপাতাল, পর্যাপ্ত সংখ্যক টয়লেট, ওজু ও গোসলের ব্যবস্হা রয়েছে।
চরমোনাইর এই ঐতিহাসিক ইসলামি মহা মিলনমেলায় ইতিমধ্যে বাস, লঞ্চ, যোগে লাখ লাখ ধর্মপ্রান মুসলমান মাহফিল ময়দানে এসেছেন। এছাড়াও সৌদি আরব, পাকিস্তান, ভারত, সহ বিভিন্ন বিদেশি মুসল্লিরাও চরমোনাই তে আসেন বলে মাহফিল কর্তৃপক্ষ জানান।
চরমোনাইর ঐতিহাসিক এই মাহফিলকে কেন্দ্র করে প্রতিবছর গোটা বরিশাল বিভাগে ইসলামের এক আলোক বর্তিকা ফুটে ওঠে। নব আনন্দে জেগে ওঠে ইসলামের আদর্শের কাফেলা।
নিরাপদে সুস্ঠ পরিবেশে মাহফিল সম্পন্ন করার জন্য রয়েছে নিজস্ব বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক। পাশাপাশি রয়েছে পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ নজর দারী।
মোঃ জাহিদুল ইসলাম
বরিশাল প্রতিনিধি