শাহজাহান আলী মনন, নীলফামারী থেকে:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, “ক্ষমতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তাই আমাদের সবসময় আল্লাহর কাছেই ধরণা দিতে হবে।”
রোববার (১৮ মে) সকাল ৬টায় জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভার আয়োজন করে নীলফামারী জেলা জামায়াতে ইসলামী।
সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। এতে জেলা ছাত্র, শ্রমিক এবং বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতাদের অংশগ্রহণে সাংগঠনিক কার্যক্রম ও পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হয়।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “প্রত্যেক নির্বাচনী আসনে সংগঠনের কাজ সঠিকভাবে পরিচালনা করতে হবে। প্রতিটি ভোটারকে একজন সচেতন ভোটকর্মীতে পরিণত করতে হবে। এখানে ছাত্রদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
তিনি আরও বলেন, “গরিব, অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে। খাবার খাওয়ার সময় অন্তত একজন গরিব মানুষকে সঙ্গে নিতে হবে — এই মনোভাব থাকতে হবে আমাদের প্রতিটি সদস্যের।”
সভায় বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, “নীলফামারী একটি জনসম্পৃক্ত জেলা। আগামী নির্বাচনে জেলার সব আসনে ভালো ফলাফল আশা করছি।”
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খাইরুল আনাম, সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামসহ জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।