স্টাফ রিপোর্টার, কুমিল্লা
আগামীকাল বৃহস্পতিবার শাহপুর দরবার শরীফের প্রতিষ্ঠাতা গাউসে জামান ওয়াল মোজাদ্দেদে জামান, হযরত শাহ্ সুফি শায়খ-উল-ক্বোররা মাওলানা আবদুস্ সোবহান আল-ক্বাদেরী (রা:) এঁর ৭০ পবিত্র ওরস মোবারক কুমিল্লা আদর্শ সদর উপজেলার শাহপুর দরবার শরীফে অনুষ্ঠিত হবে।
ওরস শরীফ উপলক্ষে শাহপুর দরবার শরীফে ভক্তদের মাঝে এক মিলনমেলার সৃষ্টি হবে। ওরস শরীফ উপলক্ষে কর্মসূচীর মধ্যে রয়েছে কোরআন তেলাওয়াত, জিকির আসকার, মিলাদ-মাহফিল, ক্বাসিদা পরিবেশন,সলাতুস সালাম এবং শুক্রবার বাদে ফজর ওরস শরীফের আখেরী মোনাজাত পরিচালনা করবেন হজরত শাহ আবদুস্ সোবহান আল-ক্বাদেরী (রা:) এঁর তৃতীয় শাহজাদা আলহাজ্ব মাহবুব ইলাহ আলক্বাদেরী ।
এদিকে কুমিল্লা শাহপুর দরবার শরীফের প্রতিষ্ঠাতা হজরত শাহ আবদুস্ সোবহান আল-ক্বাদেরী (রা:) এঁর ওরস শরীফ উপলক্ষে আরেফে রাব্শাহ্ আবদুস্ সোবহান রিসার্চ সোসাইটি প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং হজরত শাহ আবদুস্ সোবহান আল-ক্বাদেরী (রা:) এঁর একনিষ্ঠ মুরিদ মোহাম্মদ রুহুল আমিন সাবের সোবহানী আলক্বাদেরী এঁর পক্ষ থেকে দরবার শরীফে ফুলের ঢালী নজরানাসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।