মুহম্মদ আবুল বাশারঃ
ময়মনসিংহে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে বিভাগীয় কার্যালয়ের আয়োজনে বিভাগীয় ইমাম সম্মেলন অনুষ্টিত।শনিবার সম্মেলনে সভাপতিত্ব করেন ময়মনসিংহ ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোঃ হাবেজ আহমেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আবদুছ ছালাম খান।এ সময় বিশেষ অতিথি হিসেবে ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মফিদুল আলম, ইসলামিক ফাউন্ডেশন সমন্বয় বিভাগের পরিচালক মোঃ মহিউদ্দিন প্রমূখ। এ সময় বিভাগীয় ইমাম সম্মেলনে বিভাগীয় শ্রেষ্ঠ ইমাম এর সম্মাননা পুরুষ্কার তুলে দিলেন হযরত মাওলানা মুহাম্মদ মাহফুজুল ইসলাম খান এর হাতে।