সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে ৬টি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে। নবজাতক ও তাদের মায়েরা সবাই সুস্থ আছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে,চলতি (অক্টোবর) মাসে মঙ্গলবার রাত পর্যন্ত মোট ২০০ জন মায়ের নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে। এছাড়া ৬ জন মায়ের সন্তান প্রসব করানো হয়েছে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে। গত তিন মাসে হাসপাতালে নরমাল ডেলিভারির সংখ্যা ২০০ ছাড়িয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন এর নেতৃত্বে চিকিৎসক,নার্স, মিডওয়াইফ,স্যাকমো ও স্বাস্থ্যকর্মীরা দিন-রাত নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন।
বর্তমানে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র দুইজন চিকিৎসক দায়িত্ব পালন করছেন,একজন মেডিকেল অফিসার ও একজন ডেন্টাল সার্জন। সীমিত জনবল থাকা সত্ত্বেও হাসপাতালের সার্বিক কার্যক্রম সচল রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন,চিকিৎসক সংকটের কারণে রোগী ও সেবাগ্রহীতাদের ধৈর্য ধরে সেবা নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। আশা করা হচ্ছে,শিগগিরই এই সংকট কেটে যাবে।
বুধবার (২৯ অক্টোবর) ডা. সিনথিয়া তাসমিন বলেন, সেবা গ্রহীতা ও তাঁদের পরিবার হাসপাতাল ও হাসপাতালের স্টাফদের প্রতি যে বিশ্বাস ও আস্থা রেখেছেন,সেটিই আমাদের প্রেরণা। আমি সকল সেবাগ্রহীতাকে আন্তরিক ধন্যবাদ জানাই। নরমাল ডেলিভারির জন্য শুধু মায়ের ধৈর্য নয়,তাঁর সঙ্গে আসা গার্জিয়ানদের ধৈর্যও প্রয়োজন। আমাদের প্রতিটি স্টাফ সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে। স্বল্প জনবল নিয়েও আমরা মানসম্মত সেবা দিতে চেষ্টা করছি।
তিনি আরও বলেন, হাসপাতালে প্রতিনিয়ত পরিষ্কার-পরিচ্ছন্নতা,খাবারের মান এবং সেবার গুণগত মান পর্যবেক্ষণ করা হচ্ছে। যদি কোনো দালাল চোখে পড়ে,দয়াকরে প্রমাণসহ জানান। আমরা চাই শ্রীমঙ্গলের এই প্রতিষ্ঠানটি সারাদেশে ‘আইডল হাসপাতাল’ হিসেবে পরিচিত হোক।
উপজেলাবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নরমাল ডেলিভারি বাসায় নয়,হাসপাতালে করুন। আমরা সার্বক্ষণিক প্রস্তুত আছি,আপনাদের পাশে থেকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য।







