সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এবারের এইচএসসিতে সর্বোচ্চ গড় পাশের হার অর্জনকারী নবপ্রতিষ্ঠিত পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন।
সংবর্ধনা অনুষ্ঠানে ইউএনও মহিউদ্দিন বলেন, “জীবন একবারই পাওয়া যায়। সফল হতে হলে সময়কে কাজে লাগাতে হবে। এইচএসসি শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। যারা কৃতিত্ব দেখিয়েছে তারা প্রশংসার দাবিদার। ভবিষ্যতে কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে।”
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, “কুলাউড়া অঞ্চল থেকেই দেশের বিভিন্ন সেক্টরে বহু গুণীজন কাজ করছেন। অধ্যবসায় ও পরিশ্রমই তোমাদের সাফল্যের দরজা খুলে দেবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি সামছুল হক এবং সঞ্চালনায় ছিলেন প্রভাষক আলাউদ্দিন কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর আহমদ চৌধুরী বুলবুল, কলেজের অধ্যক্ষ মো. হানিফ,প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ চিন্ময় দে,কানিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজল উদ্দিন আহমদ,কলেজ নির্বাহী কমিটির সদস্য ছয়ফুল আলম সাইফুল ও ইঞ্জিনিয়ার মিজানুর রহমান,অভিভাবক সদস্য হেলাল আহমদ এবং হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নাসির উদ্দিন।
এছাড়াও বক্তব্য রাখেন প্রভাষক মইনুল ইসলাম, ফারহানা জান্নাত,সাবেক শিক্ষার্থী জুবেরা আক্তার সোনিয়া,কৃতি শিক্ষার্থী জিশু সূত্রধর এবং একাদশ শ্রেণির শিক্ষার্থী নুসরাত তাহসিন প্রমি।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন চুন্নি বেগম এবং গীতা পাঠ করেন মৌমিতা দেব মাম্পি। আলোচনার বিরতিতে সংগীত পরিবেশন করেন কলেজ স্টাফ সুমন দাস ও শিক্ষার্থী লিপি রানী দেব,আর কবিতা আবৃত্তি করেন পূর্ণা রানী সূত্রধর।
উল্লেখ্য,প্রথমবারের মতো কলেজের নামে পরীক্ষা দিয়ে পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজ এবার ৮৫.৭১ শতাংশ পাশের হার অর্জন করে কুলাউড়া উপজেলায় প্রথম এবং জেলায় দ্বিতীয় স্থান অধিকার করে চমক সৃষ্টি করেছে।

