স্প্যানিশ ফুটবলের দুই জায়ান্ট, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের শতবর্ষী প্রতিদ্বন্দ্বিতা এখন আদালতের দরজায় এসে ঠেকেছে। ‘নেগ্রেইরা কেলেঙ্কারি’ নামে পরিচিত মামলাটির পরিধি ক্রমেই ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে আলোচিত তদন্তে পরিণত হচ্ছে।
রিয়াল মাদ্রিদ এবার আনুষ্ঠানিকভাবে বার্সেলোনার আর্থিক নথি, অডিট রিপোর্ট ও অভ্যন্তরীণ তদন্তের সম্পূর্ণ কপি চেয়েছে। তাদের দাবি, ২০১০ থেকে ২০২১ সালের মধ্যে বার্সেলোনার সব আর্থিক কার্যক্রমের বিশ্লেষণ আদালতের কাছে থাকা উচিত। এই আবেদন করেছেন সাবেক লা লিগা রেফারি ও মামলার বেসরকারি পক্ষভুক্ত অভিযোগকারী জাভিয়ার এস্ত্রাদা ফের্নান্দেস।
সামাজিক মাধ্যমে প্রকাশিত আদালতের আবেদনে বলা হয়েছে, বার্সেলোনার ডিউ ডিলিজেন্স রিপোর্ট, ফরেনসিক বিশ্লেষণ এবং কেপিএমজি, পিডব্লিউসি, ডেলয়েট ও এলের মতো শীর্ষ অডিট প্রতিষ্ঠানের পর্যালোচনা আদালতে জমা দেওয়ার অনুরোধ করেছে রিয়াল। মূল লক্ষ্য হলো বোঝা, বার্সেলোনার আর্থিক সিদ্ধান্তগুলো কিভাবে নেওয়া হয়েছিল এবং সাবেক রেফারি হোসে মারিয়া এনরিকেস নেগ্রেইরা বা তার সংস্থাগুলোর কাছে কোটি ইউরো প্রদানের প্রক্রিয়া কোথা থেকে শুরু হয়েছিল। এছাড়া, এই পেমেন্টগুলোর আর্থিক, কর ও চুক্তিগত বৈধতা যাচাই করাও রিয়ালের চাওয়া।
রিয়াল মাদ্রিদ ২০২৩ সালের জুলাইয়ে বার্সেলোনা কর্তৃক আদালতে জমা দেওয়া ৬০০টিরও বেশি আর্থিক নথির পূর্ণ কপি চাচ্ছে। ক্লাবের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বিষয়টিকে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় কেলেঙ্কারি আখ্যা দিয়েছেন। পেরেজ বড়দিনের ভাষণে স্পেনের ফুটবল কর্তৃপক্ষ ও রেফারিং কাঠামোর সমালোচনা করেন।
পেরেজের বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন বার্সেলোনা সভাপতি জোয়ান লাপোর্তা। তিনি বলেন, “রিয়াল মাদ্রিদ এখন বার্সেলোনার সাফল্যে হিংসাপরায়ণ হয়ে পড়েছে। এই ঈর্ষা থেকেই তারা মিথ্যা প্রচারণা চালাচ্ছে।”

