দক্ষিণী জনপ্রিয় এই অভিনেত্রী চলতি মাসের ৩ অক্টোবর দীর্ঘদিনের প্রেমিক বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে গোপনে বাগদান সেরেছেন। শোনা যাচ্ছে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে তাদের বিয়ে হবে। বাগদানের ঠিক পরেই রাশমিকা জানিয়েছে, তিনি মা হতে আগ্রহী এবং ভবিষ্যতে সন্তান নিয়ে পরিকল্পনা করছেন।
সাম্প্রতিক সময়ে নিজের নতুন সিনেমা ‘দ্য গার্লফ্রেন্ড’ এর প্রচারে গিয়ে রাশমিকা বলেন, ‘আমি এখনো মা হইনি। কিন্তু আমি জানি, একদিন হবো। আমি এটা অনুভব করি। আমি এই ছোট্ট মানুষদের জন্য এক ধরনের ভালোবাসা অনুভব করি, যারা এখনো পৃথিবীতে আসেনি। তাদের রক্ষা করতে চাই।’ তিনি আরও বলেন, শুটিং শিডিউল অনেক সময় খুব ব্যস্ত থাকে, তাই নিজের জন্য এবং পরিবারের জন্য সময় বের করাও জরুরি।
রাশমিকা ও বিজয় সাত বছর ধরে সম্পর্কিত। ‘গীতা গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’ সিনেমার সেটেই তাদের বন্ধুত্ব থেকে ঘনিষ্ঠতা জন্ম নেয়। তারপরও তারা দীর্ঘ সময় নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। ৩ অক্টোবর হায়দরাবাদের বাড়িতে তারা আংটিবদল সম্পন্ন করেছেন।
ক্যারিয়ারের দিকে তাকালে, রাশমিকা শুরু করেছিলেন মডেলিং দিয়ে। ২০১২ সালে জিতেছিলেন ‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেশ অব ইন্ডিয়া’ খেতাব। ২০১৬ সালে ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে তিনি রুপালি পর্দায় অভিষেক ঘটান এবং এ সিনেমার জন্য তিনি দক্ষিণী ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ড পান। এরপর থেকে ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’, ‘সারিলেরু নীকেবারু’, ‘পুষ্পা’—প্রতিটি ছবিতেই দর্শকের মন জয় করেছেন তিনি।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তার সিনেমা ‘থাম্মা’, যেখানে আয়ুষ্মান খুরানার বিপরীতে অভিনয় করেছেন, দীপাবলি উপলক্ষে মুক্তি পেয়ে বক্স অফিসেও ভালো সাড়া পেয়েছে।







