দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা প্রথমবার সরাসরি বিয়ে সংক্রান্ত প্রশ্নের উত্তর দিয়েছেন। সম্প্রতি দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া-এর সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি এখনই কিছু ঘোষণা করব না। সময় এলে আমরা নিজেই ঘোষণা দেব।”
চলতি বছর রাশমিকার সিনেমা জীবনও সফল হয়েছে। ‘ছাবা’ দিয়ে শুরু করে ‘দ্য গার্লফ্রেন্ড’ পর্যন্ত তার পাঁচটি সিনেমা ২০২৫ সালে বক্স অফিসে ১ হাজার ৩০০ কোটি রুপি ছাড়িয়ে আয় করেছে।
সাক্ষাৎকারে তিনি আরও জানান, ব্যক্তিগত বিষয়ে ভক্ত ও গণমাধ্যমের সঙ্গে তথ্য ভাগ করার আগে সময় নেওয়া তার জন্য জরুরি।
রাশমিকা এবং বিজয় দেবারকোন্ডা-র সম্পর্ক নিয়ে ইতিমধ্যে নানা গুঞ্জন চলছে। ‘গীতা গোবিন্দম’ (২০১৮) এবং ‘ডিয়ার কমরেডে’ (২০১৯) সিনেমা একসঙ্গে করার পর থেকেই তাদের প্রেমের খবর প্রকাশিত হয়েছে। গত আগস্টে তারা একসঙ্গে নিউইয়র্কের ৪৩তম ইন্ডিয়া ডে প্যারেড-এ এবং ‘ভারত বিয়ন্ড বর্ডারস’ অনুষ্ঠানে দেখা গেছে। ২০২৪ সালে দুজনই জানিয়েছিলেন তারা ‘সিঙ্গেল নন’, তবে সঙ্গীর নাম প্রকাশ করেননি।

