এবারের বিপিএলের অন্যতম ‘হট ফেভারিট’ রংপুর রাইডার্স প্রথম ম্যাচে চট্টগ্রামকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়ে শক্তিশালী শুরু করেছে। দলের অধিনায়ক নুরুল হাসান সোহান টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠান।
চট্টগ্রাম দল ১৭.৫ ওভারে ১০২ রানে অলআউট হয়। পাকিস্তানি পেসার ফাহিম আশরাফ একাই ৫ উইকেট তুলে চট্টগ্রামের ব্যাটিং ধসিয়ে দেন। দলের মধ্যে সর্বোচ্চ রান আসে নাইম শেখের ২০ বলের ৩৯ রান এবং মির্জা বেগের ২৪ বলে ২০ রান।
প্রত্যুত্তরে রংপুর রাইডার্সের ওপেনার লিটন দাস ও দাউদ মালান ৯১ রানের জুটি গড়েন। লিটন ৩১ বলে ৪৭ রান করে আউট হন, মালান ৪৮ বলে ৫১ রান করেন, আর তাওহিদ হৃদয় মাত্র ৩ বলে ১ রান করে আউট হন। তবুও রংপুর ৩০ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
রংপুরের প্রথম ম্যাচের এই জয় দলের আক্রমণাত্মক শক্তি ও ব্যালেন্সের প্রমাণ দিয়েছে, যা তাদের এবারের বিপিএলে ‘হট ফেভারিট’ হিসেবে পরিচিতি আরও দৃঢ় করবে।
