বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় পালিত হল আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস।” প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিকরণ সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৩ ডিসেম্বর বুধবার সকালে আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা, র্যালি এবং সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
যথাযথ মর্যাদার মধ্য দিয়ে দিবস উদযাপন করতে শুরুতে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে দিবসের তাৎপর্য তুলে ধরতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিতব্য আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ বায়জিদুর রহমান। উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব পার্থ সারথী দেউরির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফকরুল ইসলাম মৃধা, কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তনয় সিং, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুম বিল্লাহ, বানারীপাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাকির হোসেন, ইনক্লুসিভ আই হেলথ্ প্রোগ্রামের মনিটরিং অফিসার মিস জান্নাতুল ফেরদৌসি, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাসুম বিল্লাহ, প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক সাব্বির হোসেন, ক্যাপাসিটি বিল্ডিং অফিসার জনাব আবু হানিফ, উপজেলা কো অডিনেটর তোফায়েল আহমেদ। এসব অন্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম শফিকসহ বানারীপাড়া প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সদস্যবৃন্দ। দিবসটির মূল লক্ষ্য ছিল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অন্তর্ভুক্তি এবং সুযোগ বৃদ্ধিতে সচেতনতা সৃষ্টি করা। ইনক্লুসিভ আই হেলথ্ প্রজেক্ট (কোডেক)’র সহযোগিতায় এবং বানারীপাড়া প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ ও বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (আগৈলঝাড়া)র আয়োজনে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। আলোচনা শেষে উপস্থিত প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে প্রয়োজনীয় সহায়ক উপকরণ বিতরণ করা হয়। সকলের সার্বিক সহযোগিতায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এই আয়োজনের মাধ্যমে স্থানীয় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অন্তর্ভুক্তি ও কল্যাণে একটি ইতিবাচক বার্তা পৌঁছে গেছে।

