মো: গোলাম কিবরিয়া
(রাজশাহী জেলা প্রতিনিধি):
রাকসু নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উপাচার্য সালেহ হাসান নকীব। ১৩/১০/২৫ তারিখ দুপুরে ক্যাম্পাসের সিনেট ভবনে এই ঘোষণা করেন ।
ভোট গ্রহণ শেষে ১২ থেকে ১৫ ঘণ্টার মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ফলাফল ঘোষণার প্রত্যাশা করছে কর্তৃপক্ষ। ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনকে ঐতিহাসিক উল্লেখ করে পুরো ভোট গণনাপ্রক্রিয়া উন্মুক্ত ক্যামেরার আওতায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব।
বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রাকসু নির্বাচন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, ‘শুধু এটা বলতে পারি, ইনশা আল্লাহ, আমাদের এখানে তিন দিন লাগার সুযোগ নেই আরকি। আমরা একটি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই। ভোট গণনা নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে, সে জন্য পুরো প্রক্রিয়াটি উন্মুক্ত ক্যামেরার সামনে হবে। গণমাধ্যমের মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে মানুষ এ গণনা দেখতে পাবে।
ফলাফল ঘোষণায় বিলম্ব হওয়ার ঝুঁকি আছে কি না, সে বিষয়ে উপাচার্য বলেন, ‘আমাদের অত্যন্ত দক্ষ একটি কারিগরি দল রয়েছে। যান্ত্রিক ত্রুটি না হলে এবং সবকিছু ঠিক থাকলে ১২ থেকে ১৫ ঘণ্টার মধ্যেই আমরা পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করতে পারব বলে আশা করছি। স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা যন্ত্রের পাশাপাশি একাধিকবার হাতে গুনে ফলাফল মিলিয়ে দেখব।’
নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন সালেহ হাসান নকীব। তিনি বলেন, ‘এখন পর্যন্ত অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। এর পুরো কৃতিত্ব আমাদের শিক্ষার্থীদের। ৩৫ বছর পর এ ঐতিহাসিক প্রক্রিয়ার অংশ হয়ে তারা বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখছে।
নির্বাচনী দায়িত্বে থাকা অবস্থায় নিজের নিরপেক্ষতা বজায় রাখতে প্রার্থীদের সঙ্গে ছবি তোলা থেকেও বিরত থাকছেন বলে জানান উপাচার্য। তিনি বলেন, ‘ভাইস চ্যান্সেলর হিসেবে আমার দায়িত্ব একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। তাই প্রার্থীদের থেকে আমি সচেতনভাবেই দূরত্ব বজায় রাখছি।