মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ–২০২৫ এর ধলেশ্বরী জোনের ফাইনালে ঢাকা জেলা দলকে টাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাজবাড়ী জেলা দল।
রবিবার (১৮ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে রাজবাড়ী জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শুরুতেই ঢাকা জেলা দল একটি গোল করে এগিয়ে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই রাজবাড়ী জেলা দল একটি গোল শোধ করে ম্যাচে সমতা ফেরায়। ফলে প্রথমার্ধের খেলা ১–১ গোলে শেষ হয়।
দ্বিতীয়ার্ধে উভয় দলই আক্রমণ ও পাল্টা আক্রমণে ব্যস্ত থাকলেও আর কোনো গোলের দেখা মেলেনি। নির্ধারিত সময়ে ম্যাচ অমীমাংসিত থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে রাজবাড়ী জেলা দল ৫–৪ গোলে ঢাকা জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক জনাব সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মো. মনজুর মোরশেদ, বিপিএম (সেবা), সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো. তারিফ-উল-হাসান এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাফুফের সদস্য ও অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চেয়ারম্যান জনাব ছাইদ হাসান কানন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

