জয়পুরহাট:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও দলীয় সিদ্ধান্ত অনুসারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্য নিয়ে বৃষ্টিকে উপেক্ষা করে শোডাউন করেছে বিএনপি নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে আক্কেলপুর মহিলা ডিগ্রি কলেজের সামনে থেকে নেতাকর্মীরা জমায়েত হয়ে দুপুর ১টার পর প্রবল বৃষ্টির মধ্যেই র্যালি, মোটরসাইকেল, পিকআপ ভ্যান ও ইজিবাইকে শোডাউন বের করেন। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হয়।
এতে অংশ নেন জয়পুরহাট-২ আসনের বিএনপির তিন মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় কৃষক দলের জলবায়ু বিষয়ক সম্পাদক লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা আব্বাস আলী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা ফজলে কাদের সোহেল এবং কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।
নেতারা জানান, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচার ও দলের অভ্যন্তরীণ ঐক্য সুদৃঢ় করার অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সমাবেশে বক্তারা দলের অভ্যন্তরীণ বিভেদ ভুলে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।







