টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া এলাকার গহীন পাহাড় থেকে নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ২৩ জন নারী, ২২ জন পুরুষ এবং ২১ জন শিশু রয়েছেন। তারা অনেকেই বাংলাদেশি এবং রোহিঙ্গা।
কোস্টগার্ডের পূর্ব জোন সূত্র জানায়, অভিযানটি অপহরণ, মুক্তিপণ আদায় ও বিদেশে পাচারের উদ্দেশ্যে গোপন আস্তানা হিসেবে ব্যবহৃত কচ্ছপিয়ার পাহাড়ি এলাকা ও তার সংলগ্ন স্থানে পরিচালনা করা হয়। পাচারকারীরা সমুদ্র পথে মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে বিভিন্ন প্রলোভন দেখিয়ে লোকজনকে গহীন পাহাড়ে বন্দি রেখেছিল।
নৌবাহিনী ও কোস্টগার্ডের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে টেকনাফ কোস্টগার্ড স্টেশন কার্যালয়ে এই অভিযানের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।