দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর খানসামায় বিশেষ অভিযান চালিয়ে মূল্যবান কষ্টিপাথরের একটি প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র্যাব ১৩।
এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের একটি আভিযানিক দল।
র্যাব সূত্রে জানা যায়, সোমবার (১৩ অক্টোবর ২০২৫) দুপুর ১টা ৫ মিনিটে র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের একটি দল অভিযান চালায় খানসামা উপজেলার ২নং ভেরবেড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভেরবেড়ী আমরত শাহ গ্রামে। এসময় জনৈক মোঃ আব্দুল মাজেদের (৫০) বসতবাড়িতে তল্লাশি চালিয়ে রান্নাঘরের পশ্চিম পার্শ্ব থেকে ৯.২৫০ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়।
অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন—আব্দুল মাজেদ (৫০) দিনাজপুর জেলার খানসামা উপজেলার ভেরভেরি টঙ্গুয়া গ্রামের তছির উদ্দিনের ছেলে। মোঃ আলী আজম (৬৫) দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ভোগডমা গ্রামের বরকত আলী শেখের ছেলে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে প্রাচীন ও মূল্যবান এই কষ্টিপাথরের মূর্তিটি পার্শ্ববর্তী দেশে পাচারের পরিকল্পনা করছিল।
জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে খানসামা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে দিনাজপুর র্যাব ১৩ কোম্পানি কমান্ডার নিশ্চিত করেছেন।