উজিরপুর বরিশাল প্রতিবেদক :
বরিশাল জেলার উজিরপুর উপজেলায় শারদীয় দুর্গাপুজা ২০২৫ উদযাপন উপলক্ষে পুজামন্ডপসমুহের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা সমুন্নত রাখা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা এর সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ এর সঞ্চালনায়, বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন খান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ আব্দুল খালেক, পৌর বিএনপির সভাপতি মোঃ শহীদুল ইসলাম খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম, সেনা বাহিনী কর্মকর্তা মারুফ হাসান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রহমতুল্লাহ বারী, পৌর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি আব্দুল আজিজ।