দিনাজপুর প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে “দেশ বদলাবে নতুন নেতৃত্ব”— এই প্রতিপাদ্যকে ধারণ করে দিনাজপুরের বোচাগঞ্জে ব্যাপক গণআলাপ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় বোচাগঞ্জ ঈদগাহ মাঠে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নির্বাচনী পরিবেশ জমতে শুরু করায় এলাকাজুড়ে মানুষের আগ্রহও ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা এনসিপির আহ্বায়ক শামসুল মুক্তাদির। এছাড়া উপস্থিত ছিলেন সদস্য সচিব ফয়সাল করিম শোয়েবসহ দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। তাদের উপস্থিতিতে ঈদগাহ মাঠে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
এ সভায় দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের এনসিপির মনোনয়ন প্রত্যাশী মাওলানা এম. এ. তাফসীর হাসান বলেন, “আমি ছাত্র প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন মানুষের অধিকার, দাবি ও সমস্যার কথা তুলে ধরার কাজ করেছি। নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জাতির সামনে এসেছে, তা বাস্তবায়নের জন্য জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাই।
তিনি আরও বলেন, “দিনাজপুর-বোচাগঞ্জের মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থেকেছি। যদি জনগণ আমাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেন, তবে এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বেকারত্ব ও অবকাঠামোগত পরিবর্তনে নিরলসভাবে কাজ করব। দেশের পরিবর্তনের জন্য নতুন নেতৃত্বের প্রয়োজন— এ এলাকার মানুষও তা উপলব্ধি করেছে। তাই জনগণের প্রত্যাশা পূরণে আমি নিজেকে উপযুক্ত মনে করি।
মাওলানা তাফসীর হাসান আশা প্রকাশ করেন যে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাকে এই আসনে মনোনয়ন দেবে এবং তিনি জনগণের আস্থার প্রতিদান কর্মের মাধ্যমে প্রমাণ করবেন।
সভায় বক্তারা বলেন, নতুন নেতৃত্বের হাত ধরে দেশ এগিয়ে যাবে। তৃণমূলের উন্নয়নে যে পরিবর্তনের স্রোত বইছে, এনসিপি তার বাস্তব রূপ দিতে চায়। এসময় তারা স্বচ্ছ রাজনীতি, জবাবদিহিতা ও জনগণকেন্দ্রিক নেতৃত্ব গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।







