এম এ আউয়াল আশিক:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় বিক্ষোভ মিছিলটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে প্রধান উপদেষ্টা মাওলানা ওবায়দুল্লাহ হক, উপজেলা সভাপতি হাজী মো. হানিফ শেখ, সহ-সভাপতি হাজী রুহুল আমিন ব্যাপারী, হাজী মো. নজরুল ইসলাম, সেক্রেটারি মো. বুলবুল দেওয়ান, যুগ্ম-সেক্রেটারি মো. বিপ্লব হোসেন জসিম, সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলামসহ যুব আন্দোলন সভাপতি শেখ মো. আলমগীর, সহ-সভাপতি আওলাদ হোসেন, ইসলামী ছাত্র আন্দোলনের সহ-সভাপতি সিয়াম ভুইয়া উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ৫ দফা দাবী অন্তর্বর্তীকালীন সরকারকে বাস্তবায়ন করতে হবে। ১. জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।
২. পিআর (Proportional Representation) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।
৩. জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।
৪. স্বৈরাচারী শক্তির দোসর ১৪ দলীয় জোটকে রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে।
৫. দেশের রাজনৈতিক অঙ্গন থেকে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির পরিবেশ চিরতরে বন্ধ করতে হবে।
