আবু রায়হান,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদ ও অনতিবিলম্বে জাতীয় ৯ম পে স্কেল গেজেট প্রকাশের দাবিতে পটুয়াখালীর বাউফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
বৃহস্পতিবার (আজ) বেলা ১১টার দিকে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, বাউফল উপজেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি বাউফল উপজেলা পরিষদের সামনের সড়ক প্রদক্ষিণ করে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি বাউফল উপজেলা শাখার সভাপতি শাহাবুদ্দিন মুন্সী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। বক্তারা বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবি উপেক্ষা করা হচ্ছে। জ্বালানি উপদেষ্টার বক্তব্যে কর্মকর্তা-কর্মচারীরা মর্মাহত ও ক্ষুব্ধ। দ্রুত সময়ের মধ্যে জাতীয় ৯ম পে স্কেল গেজেট প্রকাশ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

