মোঃ জালাল হোসেন, ক্রাইম রিপোর্টার:
রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোঃ মুজিবুর রহমান। ‘১০ দলীয় নির্বাচনী ঐক্য’-সমর্থিত প্রার্থী হিসেবে তার মনোনয়ন ইতোমধ্যে বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি পেয়েছেন দাঁড়িপাল্লা প্রতীক এবং তা নিয়ে এলাকায় জোরদার প্রচারণা চালাচ্ছেন।
সোমবার (২৬ জানুয়ারি) বিভিন্ন পথসভা ও গণসংযোগে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, তিনি শাসক হতে নয়, জনগণের সেবক হিসেবেই কাজ করতে চান। এ সময় তিনি ‘হ্যাঁ ভোট’ ও দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
অধ্যাপক মুজিবুর রহমানের জন্ম ১৯৫৫ সালের ১ জানুয়ারি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আলাতুলি গ্রামে। ১৯৭০ সালে গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে রাজশাহী বোর্ডের মেধা তালিকায় তৃতীয় স্থান অর্জন করে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে বিএ (অনার্স) ও এমএ ডিগ্রি লাভ করেন। তিনি আরবি ও ফারসি ভাষায় ডিপ্লোমাধারী। বিসিএস শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হলেও শিক্ষকতা ও ইসলামি আন্দোলনে সক্রিয় থাকার সিদ্ধান্ত নেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একজন অভিজ্ঞ ও পরিচিত রাজনীতিক হিসেবে পরিচিত। ১৯৮৬ সালে মাত্র ৩১ বছর বয়সে রাজশাহী-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর। এর আগে তিনি কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আমীর এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নির্বাচনী জনসভাগুলোতে তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরছেন। তার বক্তব্যে উঠে আসছে গোদাগাড়ী ও তানোর এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণ, বরেন্দ্র অঞ্চলের সেচ সমস্যার সমাধান এবং কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়গুলো।
শিক্ষাক্ষেত্রেও অধ্যাপক মুজিবুর রহমানের সম্পৃক্ততা রয়েছে। তিনি গোদাগাড়ী মহিলা ফাজিল মাদ্রাসা, তানোরের আল মাদ্রাসাতুল ইসলাহিয়া এবং গোদাগাড়ীর মহিশালবাড়ী আল-ইসলাহ ইসলামী একাডেমির প্রতিষ্ঠাতা। পাশাপাশি তিনি বিভিন্ন ধর্মীয় ও সামাজিক বিষয়ে গ্রন্থ রচনা করেছেন।
বর্তমানে তিনি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গণসংযোগ ও পথসভায় ব্যস্ত সময় পার করছেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন।

