কমলগঞ্জ, মৌলভীবাজার প্রতিনিধি:
২০ নভেম্বর বৃহস্পতিবার বিশ্ব শিশু দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে শিশুদের অংশগ্রহণে র্যালী,চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন বেলা আড়াইটায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির উদ্যোগে সংস্থা পরিচালিত একে বাংলা স্কুল মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে মূল রাস্তা প্রদক্ষিণ করে।
পরে শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সবশেষে বিকাল সাড়ে তিনটায় সিডিপি কনফারেন্স হলে মৌলভীবাজার সিডিপির প্রকল্প ব্যবস্থাপক এন্ড্রিকো মন্ডলের সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার আব্দুর রহমান ফাইয়াজের সঞ্চালনায় আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মীর আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডিসি সদস্য সাংবাদিক শাব্বির এলাহী ও একে বাংলা স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ আনিসুজ্জামান মিজান।এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের সমাজকর্মী নাসার বিশ্বাস ও শারমিন বিশ্বাস।

