বাসুদেব রায়, নীলফামারী প্রতিনিধি:
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনের অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুরে কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। আজ (সোমবার) সকালে কয়া গোলাহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে দিনব্যাপী এ কর্মবিরতি অনুষ্ঠিত হয়। এতে সংক্ষিপ্ত বক্তব্য দেন ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাসুম কাজী, সহকারী প্রধান শিক্ষক লায়লা তাবাসসুম, সহকারী শিক্ষক বাসুদেব রায়, আলমগীর কবির প্রমুখ।
তারা জানান, বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতাসহ মৌলিক আর্থিক সুবিধা বৃদ্ধির দাবিতে তারা এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। কেন্দ্রীয়ভাবে আন্দোলনরত শিক্ষক নেতাদের সঙ্গে সংহতি জানিয়ে এ কর্মবিরতি পালন করা হয়েছে।
উল্লেখ্য, রোববার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর প্রেস ক্লাবের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর বেসরকারি শিক্ষকরা জাতীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি ঘোষণা করেন।