সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারি স্থগিত করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এই তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরবর্তী তারিখ শিগগিরই ঘোষণা করা হবে। সম্ভাব্য নতুন তারিখ হিসেবে আলোচনায় রয়েছে ৯ জানুয়ারি।
মহাপরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, সরকারি কর্ম কমিশন (পিএসসি) ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সরকার আগামী তিন দিন রাষ্ট্রীয় শোক পালন করবে, যা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষণা করা হয়েছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত সাধারণ ছুটি থাকবে।

