সাবের হোসেন,রিপোর্টার:
রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে আজ নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের হাতের নাগালে রয়েছে। মাছ, মাংস ও সবজি থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকায় স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা।বাজার পরিস্থিতি ও সরবরাহ:সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন সবজিসহ অধিকাংশ পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, আড়ত থেকে পণ্য আসার প্রবাহ স্বাভাবিক থাকায় দাম বাড়েনি। বাজারে কোনো পণ্যের ঘাটতি নেই, ফলে ক্রেতারা তাদের চাহিদা অনুযায়ী অনায়াসেই বাজার করতে পারছেন।ক্রেতা ও বিক্রেতাদের বক্তব্য:বাজারে আসা একজন সাধারণ ক্রেতা জানান, “আজকের বাজারে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হিমশিম খেতে হচ্ছে না। দাম সহনীয় পর্যায়ে থাকায় আমরা খুশি।”
অন্যদিকে, ব্যবসায়ীরা জানিয়েছেন তারা যথাযথ সরবরাহ নিশ্চিত করছেন যাতে খুচরা পর্যায়ে কোনো প্রভাব না পড়ে।বাজার মনিটরিং ও প্রশাসনের ভূমিকা:সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত তদারকি চালাচ্ছে। কোনো অসাধু চক্র যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে বা অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করতে না পারে, সেজন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে প্রতিনিয়ত বাজার মনিটরিং করার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ, যাতে বিশেষ করে আসন্ন রমজানেও এই স্থিতিশীলতা বজায় থাকে।এক নজরে আজকের বাজার দর :
পেঁয়াজ ৫০ টাকা , রসুন ৬০ টাকা, আদা ১৭০ টাকা, শিম ৫০ টাকা, বেগুন ৮০ টাকা, ইলিশ মাছ (১ কেজি ওজন) ২৭০০ টাকা।

