শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বঙ্গভবনে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় রাষ্ট্রপতি সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের মঙ্গল ও শান্তির কামনা জানান।
শুভেচ্ছা বিনিময়ে অংশ নেয় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন—
সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়
নির্বাহী সভাপতি প্রদীপ কুমার পাল
মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক
প্রেসিডিয়াম সদস্য সুজন দে
যুগ্ম মহাসচিব সুকুমার পাল
সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বর্মন
জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সজীব কুন্ডু তপু
প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার
মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ
স্বরাষ্ট্র সচিব ড. নাসিমুল গনি
রাষ্ট্রপতির কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিরা।
রাষ্ট্রপতি বলেন, “বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। সকল ধর্মের মানুষকে নিয়ে একটি শান্তিপূর্ণ, মানবিক রাষ্ট্র গড়তে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।”