বিধান মন্ডল, (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় আসন্ন শারদীয় দূর্গাপূজা ২০২৫ইং উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মামুন সরকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) সুদর্শন শিকদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. খায়ের উদ্দিন আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, উপজেলা শিক্ষা অফিসার মহা: তাশেম উদ্দিন, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সালথা উপজেলা শাখার সভাপতি সমির সাহা, সাধারণ সম্পাদক বিধান চন্দ্র মন্ডল (পার্থ) প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি – সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মামুন সরকার বলেন, এবছর সালথা উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৪৭টি দূর্গা মন্দিরে পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বছর পূজা মন্ডপগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা লাগানো বাধ্যতামূলক করে দেয়া হয়েছে। অধিক গুরুত্বপূর্ণ মন্ডপগুলোতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারি থাকবে। তিনি আরও বলেন, পূজাকে কেন্দ্র করে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়া যাবে না। যদি কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটে তাৎক্ষণিক ৯৯৯ উপজেলা প্রশাসন ও সালথা থানা প্রশাসনের নম্বরে যোগাযোগ করবেন।