(উজিরপুর, বরিশাল প্রতিনিধি):
দেশের ব্যয়বহুল ও বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজন উপলক্ষে উজিরপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা এবং সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম, গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান, বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, উপজেলা যুবদল সভাপতি আ. ফ. ম. শামসুদ্দোহা আজাদ, সিনিয়র শিক্ষক মনিরুজ্জামান লিখন, পৌর যুবদলের আহ্বায়ক শাহাবুদ্দিন আকন সাবু, সাংবাদিক মাহফুজুর রহমান মাসুম, গোলাম মোস্তফা আকাশ, নাজমুল হক মুন্না, কাওছার হোসেন, ছাত্র সংগঠক রিয়াজ হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সভায় জানানো হয়, আগামী ৩০ অক্টোবর দিনব্যাপী এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শিকারপুর শেরে বাংলা ডিগ্রি কলেজের সন্ধ্যা নদী থেকে বাইচ শুরু হয়ে পৌরসভার ঢাকা-বরিশাল মহাসড়কের ওপর নির্মিত বীর মুক্তিযোদ্ধা মেজর এম. এ. জলিল সেতুর সংলগ্ন এলাকায় সমাপ্ত হবে।
প্রতিযোগিতা সুষ্ঠু, নিরাপদ ও দুর্ঘটনামুক্ত রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা কামনা করেন। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে ঐতিহ্যবাহী বিনোদন ও গ্রামীণ সংস্কৃতি ধরে রাখার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন।
নৌকা বাইচ আয়োজনে সহযোগিতা করছে বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস। প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফোকাল পার্সন মো. শহিদুল ইসলাম শিশির ও প্রজেক্ট অফিসার প্রদীপ দাস। এছাড়া জেভিন ফ্যান লিমিটেড এর পক্ষে উপস্থিত ছিলেন ক্রীড়াবিদ ও রূপায়ন সাংস্কৃতিক সংঘের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আব্বাস তালুকদার এবং সংগঠক মো. মাসুম বিল্লাহ রিপন।
ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ প্রতিযোগিতায় আর্থিক সহযোগিতা করবে বাংলাদেশ জাতীয় জাদুঘর। পুরো অনুষ্ঠানটি সরাসরি তত্ত্বাবধান করবে উজিরপুর উপজেলা প্রশাসন।