সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বাদ আসর শহরের কালীঘাট রোডস্থ বাইতুল আমান জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, শ্রীমঙ্গল উপজেলা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল পৌরসভার বারবার নির্বাচিত সাবেক মেয়র,মৌলভীবাজার জেলা বিএনপির অন্যতম নেতা ও ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো. মহসিন মিয়া (মধু)।
শ্রীমঙ্গল উপজেলা কৃষক দলের আহ্বায়ক সৈয়দ মুস্তাকিন আলীর সার্বিক তত্ত্বাবধানে দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন; শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জরিফ,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার আজাদ, আহ্বায়ক কমিটির সদস্য আলকাছ মিয়া, কৃষক দল নেতা আব্দুল করিম, আব্দুল হান্নান, মো. মাহফুজ, মো. মনফর, মো. জাহিদ মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মহসিন মিয়া মধু বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের স্বার্থে এবং জনগণের অধিকারের প্রশ্নে সবসময় আপোষহীন ছিলেন। তিনি গণতন্ত্রের প্রতীক এবং সর্বদলীয় শ্রদ্ধার ব্যক্তি। দেশের এই সংকটময় সময়ে তাঁর সুস্থতা অত্যন্ত জরুরি। তাঁর দীর্ঘায়ু কামনায় আমরা শিশু হেফজ শিক্ষার্থীদের দিয়ে কোরআন খতম করিয়েছি।”
তিনি আরও বলেন,“গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার সংগ্রামে বেগম খালেদা জিয়া অপার ত্যাগ স্বীকার করেছেন। ব্যক্তিগত জীবনে বহু নির্যাতনের শিকার হলেও কখনো দেশ ছেড়ে যাননি। আমরা সবাই তাঁর সুস্থতার জন্য দোয়া করি।”

