মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবর (২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলা চারিগ্রামে সাবেক শিল্পমন্ত্রী শামসুল ইসলাম খান নয়ামিয়ার বাসভবনে এ দোয়া অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জি. মঈনুল ইসলাম খান শান্ত উদ্যোগে ও চারিগ্রাম ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া মাহফিলে চারিগ্রাম ইউনিয়ন বিএনপির সহ- সভাপতি সালাহ উদ্দিনের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের সহ- সভাপতি শেখ আব্দুল মান্নান, চারিগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক শেখ রশিদুজ্জামান, বীরমুক্তিযোদ্ধা মজিবর রহমান খান, মো. মোনতাজ উদ্দিন, মো. ইউনুছ আলী মাস্টার, যুবদলের আহবায়ক আবদুর রাজ্জাক সাগর, মো. অলি বেপারী, ইউপি সদস্য নুরুল ইসলাম, বসির উদ্দিন ও মমরেজ বেপারী প্রমূখ।
বিশেষ দোয়া পরিচালনা করেন চারিগ্রাম উলামা দলের সভাপতি মাওলানা আজিজুল হক। অনুষ্ঠানে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল,শ্রমিকদলের নেতাকর্মীরা ও স্থানীয় এলাকার গন্যমান্য মুরুব্বি ও জনসাধারণ উপস্থিত ছিলেন। শেষে তবারক বিতরন করা হয়।

