স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের সদরপুর উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ভাষানচর ইউনিয়ন বিএনপির আয়োজনে কারিরহাটে সুমন মোল্যার বাড়িতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ভাষানচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: শামসুদ্দিন মোল্যার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং বিএনপি মনোনীত ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী শহিদুল ইসলাম বাবুল।
এছাড়াও উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা শাখা বিএনপির সদস্য সচিব এ. কে. এম কিবরিয়া স্বপ্নন, সদরপুর উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুত জামান (বদু), সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, সিনিয়র যুগ্ম-আহবায়ক বাহালুল মাতুব্বর, সাবেক সহ-সভাপতি মোল্যা ফরিদ মাস্টার, বিএনপি নেতা ইশারাত মুন্সী প্রমুখ।

