অমৃত জ্যোতি(মধ্যনগর)সুনামগঞ্জ:
সুনামগঞ্জের মধ্যনগরে সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ জানুয়ারি পড়ন্ত বিকেলে উপজেলা সদরের বিপি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজিত মাহফিলে যোগদেন সকল শ্রেণীর জনমানুষ।বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিয়োগে সকল শ্রেণীর লোকজনদের মাঝে শোক লক্ষ্য করা গেছে।এবং বেদেহী রুহের শান্তি কামনায় সকলি মহান আল্লাহর কাছে দু-হাত তুলে মোনাজাত করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আনিসুল হক।উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত,সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু,যুগ্ম আহ্বায়ক মোসাহিদ তালুকদার,আবুল বাসার সহ উপজেলাধীন ইউনিয়ন বিএনপির কমিটির নেতৃস্থানীয় নেতৃবৃন্দ।
