নেত্রকোণা প্রতিনিধি :
নেত্রকোণার মদন প্রেসক্লাবের উদ্যোগে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার আছর নামাজ পর প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন জাহাঙ্গীর পুর সেন্টার শাহী মসজিদের ঈমাম মাওলানা তানফিজ।
দোয়া মাহফিলে প্রেসক্লাব সভাপতি আল মাহবোব আলম,সহ-সভাপতি সামছুল আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল, মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক মতিউর রহমান, প্রেসক্লাব সাবেক সভাপতি আল আমীন তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, অর্থ সম্পাদক নূরুল হক রনু,সাংবাদিক মোশাররফ হোসেন, নিজাম উদ্দিন, আলী আজগর পনির, জাকির হোসেন চৌধুরী, উপজেলা যুবদল নেতা কে জামান সহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

