সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারও বিয়ের পিঁড়িতে বসলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। শুক্রবার (২৩ জানুয়ারি) সরস্বতী পূজার পুণ্যলগ্নে দীর্ঘদিনের প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে আইনি ও সামাজিক রীতিতে মালাবদল সারলেন তিনি।
মধুমিতার স্বামী দেবমাল্য চক্রবর্তী পেশায় একজন সফটওয়্যার প্রকৌশলী। মধুমিতার মতোই তিনিও ভ্রমণপিপাসু। গত পাঁচ বছর ধরে এই যুগল প্রেমের সম্পর্কে ছিলেন। গত ১৮ জানুয়ারি বাগদান সারার পর মধুমিতা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘শুধুই আমার’। অবশেষে গতকাল রাতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাঁরা গাঁটছড়া বাঁধলেন।
বিয়ের রাতে মধুমিতাকে দেখা গেছে একদম সাবেকি বাঙালি কনে সাজে। পরনে ছিল টুকটুকে লাল বেনারসি, গা ভর্তি সোনার গয়না আর কপালে চন্দনের কারুকাজ। পর্দার অসংখ্য বিয়ের অভিজ্ঞতার কথা মনে করে উচ্ছ্বসিত মধুমিতা বলেন:
“পর্দার বিয়ের সঙ্গে বাস্তব জীবনের বিয়ের কোনো তুলনাই হয় না। নিজের বিয়ে তো সবসময়ই সবচেয়ে বেশি স্পেশাল।”
বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন টালিউড ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ কিছু মুখ। পরিচালক শিলাদিত্য মৌলিকসহ বেশ কয়েকজন তারকা মধুমিতার সঙ্গে ছবি শেয়ার করে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। মধুমিতার বিয়ের ছবিগুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এটি মধুমিতা সরকারের দ্বিতীয় বিয়ে। ক্যারিয়ারের শুরুর দিকে অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে ঘর বেঁধেছিলেন তিনি। ২০১৯ সালে তাঁদের বিচ্ছেদ হয়। দীর্ঘ বিরতি কাটিয়ে এবং পুরনো তিক্ততা ভুলে নতুন করে সংসার শুরু করায় ভক্ত-অনুরাগীরা তাঁকে অভিনন্দন ও ভালোবাসায় সিক্ত করছেন।
বর্তমানে ‘চিনি’, ‘পাখি’ বা ‘লাভ আজ কাল পরশু’-খ্যাত এই অভিনেত্রী ব্যক্তিগত জীবনের আনন্দের পাশাপাশি নতুন নতুন কাজের প্রস্তুতিও নিচ্ছেন।

