নেত্রকোণার হাওরাঞ্চলের মদন উপজেলার মাঘান ইউনিয়নের খন্দকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষার মান নেমে এসেছে। একই শ্রেণিতে এক শিক্ষক প্রাক-প্রাথমিক থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ছয়টি শ্রেণির ছাত্রদের একসঙ্গে ক্লাস নিচ্ছেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এখানে মোট ৮০ জন শিক্ষার্থী ও ৪ জন শিক্ষক রয়েছেন। সরজমিনে দেখা গেছে, খন্দকার ওলীউর রহমান ইংরেজি পড়াচ্ছেন, যদিও শিশুরা অক্ষর জ্ঞানও জানে না। অন্য দুই শিক্ষক ক্লাস না নিয়ে মিলনায়তনে বসে ছিলেন। প্রধান শিক্ষক শ্রীকান্ত দাস ছিলেন ছুটিতে।
সহকারী শিক্ষকরা বলছেন, “ছাত্ররা কম উপস্থিত ছিল, তাই বেসিক পড়ানো হচ্ছে।” প্রধান শিক্ষক জানান, বিষয়টি দেখার জন্য আগামীকাল স্কুলে যাবেন।
মদনের উপজেলা শিক্ষা কর্মকর্তা ফাতেমা সুলতানা বলেন, এভাবে পড়ানো কোন নিয়মের মধ্যে নেই। উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী জানান, শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।
