অভিনেত্রী পূজা চেরি-এর গায়ে হলুদের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়েছে। ভিডিওটি বিভিন্ন পেজে ভাইরাল হয়েছে এবং এতে পূজার হলুদ শাড়ি পরিহিত লুক ভক্ত-অনুরাগীদের মন জয় করেছে।
ভিডিওটি ১৬ সেকেন্ডের, যেখানে পূজা চেরিকে চারপাশ থেকে ঘিরে রেখেছে শুটিং দলের অন্যান্য সদস্য। ভিডিওতে দেখা যায়, তিনি নাচে-গানে মেতে আছেন, পাশাপাশি সাজানো বিয়ে বাড়ির দৃশ্যও ধরা পড়েছে।
সূত্রের খবর অনুযায়ী, ভিডিওটি ধারণ করা হয়েছে পাবনার ভাঙ্গুড়ায় ‘দম’ সিনেমার শুটিং চলাকালীন। শুটিং সেটে উৎসুক দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো। ধারণা করা হচ্ছে, এই জনতার ভিড়ের মধ্যেই কেউ ভিডিওটি গোপনে ধারণ করে প্রকাশ করেছেন।
যদিও ভিডিও ফাঁস হওয়ায় সমালোচনা তৈরি হয়েছে, তবু ভক্তরা অভিনেত্রীকে প্রশংসায় ভাসাচ্ছেন। ভিডিওতে পূজার উপস্থিতি ও পারফরম্যান্স দর্শক ও অনুরাগীদের মধ্যে ইতিমধ্যেই আগ্রহ সৃষ্টি করেছে।
‘দম’ ছবিতে পূজা চেরির সঙ্গে প্রথমবার বড় পর্দায় জুটি হয়েছেন নিশো ও চঞ্চল চৌধুরী। এছাড়া প্রায় ১০ বছর পর সিনেমায় দেখা যাবে ডলি জহুর-কে। বিগ বাজেটের এই সিনেমা মুক্তির পর ভালো সাফল্য পাওয়ার প্রত্যাশা করছেন দর্শকরা।

