স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জাতীয় নির্বাচন একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেখানে পুলিশের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পুলিশ নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং জনগণের আস্থার প্রতীক হিসেবে দায়িত্ব পালন করবে।
রোববার (৪ জানুয়ারি) ডিএমপি ট্রেনিং একাডেমিতে আয়োজিত ‘নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন। উপদেষ্টার সঙ্গে ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ও অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।
কর্মশালাটি গত ৫ অক্টোবর থেকে তিন দিনব্যাপী শুরু হয়। এ পর্যন্ত ২২টি ব্যাচে ১৮,১৫০ জন পুলিশ কর্মকর্তা প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। ডিএমপির ১৯টি ভেন্যুতে ২৮টি ব্যাচে মোট ২৪,৩৪২ জনকে এই প্রশিক্ষণ দেওয়া হবে।

