এল. মোহাম্মদ :
শেরপুরের নালিতাবাড়ীতে মাদক মামলা সহ একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামিকে ধরতে গিয়ে মাদক কারবারিদের হামলায় থানা পুলিশের এক এএসআই, একজন কনস্টেবল ও এক স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন, পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ওমর ফারুক, কনস্টেবল, নাজমুল আহসান ও স্থানীয় বাসিন্দা শাহীন মিয়া।
এ ঘটনায় রাতেই থানায় মামলা দায়ের ও চার জনকে গ্রেফতার করেন পুলিশ।
গ্রেফতার কৃতরা তাঁরা হলো, বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকার হাবিবুর রহমান (৫৫) ও জোহরা বেগম (৪৫), রায়হান মিয়া (১৯) ও নুরুন্নাহার বেগম (৩৭)।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকার মাজম আলীর (৪০) বিরুদ্ধে ইয়াবা সহ একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানা জারী রয়েছে।
মঙ্গলবার বিকেল তিনটার দিকে গোপন সংবাদেও ভিত্তিতে তাকে গ্রেফতার করতে নালিতাবাড়ীর থানা পুলিশের তিন সদস্যের একটি দল ওই এলাকায় অভিযান চালায়।
এ সময় আসামী মাজম আলী সহ আরও তিন মাদক কারবারি প্রতিবেশী মফিজুলের পরিত্যক্ত রান্না ঘরে বসে নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট লেনদেন করছিল।
এসময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাজম আলী সহ অন্যদের ধরতে চাইলে নারী-পুরুষসহ স্বজনরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।
এতে পুলিশের এএসআই ওমর ফারুক, কনস্টেবল নাজমুল এবং হামলা ঠেকাতে আসা স্থানীয় বাসিন্দা শাহীন আহত হন। পওে তাদেরকে উদ্ধার কওে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতেই এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। এদিকে, ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে জড়িত চারজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করেন, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা।তিনি জানান, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।