স্টাফ রিপোর্টার:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন বর্জন করেছে ছাত্রদল। এ প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল হাসানের পদত্যাগ দাবি করেছেন বিশিষ্ট নাগরিক ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য।
বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক মন্তব্যে তিনি বলেন, “ড. কামরুল হাসান ভিসি হওয়ার আগে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক ছিলেন। বিএনপি সমর্থিত ভিসি থাকা অবস্থায় ছাত্রদল যদি জাকসু নির্বাচন বর্জন করে, তবে এর দায় উপাচার্যের।”
পিনাকী ভট্টাচার্য আরও উল্লেখ করেন, নির্বাচন কমিশন গঠন থেকে শুরু করে রিটার্নিং অফিসার নিয়োগ পর্যন্ত প্রশাসনের হাতেই সব দায়িত্ব ছিল। তাই নির্বাচন সুষ্ঠু না হওয়ার দায় বর্তমান উপাচার্যের উপরই বর্তায়।
তিনি বলেন, “ছাত্রদলের অবস্থান যদি সঠিক হয়, তবে কালই উপাচার্যের পদত্যাগ করা উচিত। সেটি না করলে ছাত্রদলের বয়কট কেবল প্রতিদ্বন্দ্বী পক্ষের অভিযোগ হিসেবেই থেকে যাবে।”