ভাইরাল সংলাপ ‘পিছে তো দেখো’ দিয়ে আলোচনায় আসা টিকটক তারকা আহমেদ শাহের ছোট ভাই, কিশোর শিল্পী উমর শাহ আর নেই। মাত্র ১৫ বছর বয়সে সোমবার তিনি মৃত্যুবরণ করেন।
উমরের মৃত্যুর খবরটি প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেন তার বড় ভাই আহমেদ শাহ। এক আবেগঘন পোস্টে তিনি লেখেন, “আমাদের পরিবারের ছোট্ট তারা উমর শাহ আল্লাহর কাছে ফিরে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”
উমরের চাচা দানিয়াল শাহ জানিয়েছেন, রোববার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে বমি করার পর ফুসফুসে তরল জমে যায় এবং শেষ পর্যন্ত তার মৃত্যু ঘটে। দানিয়াল আরও জানান, কিছুদিন আগেই তাদের বাড়িতে একটি বিষধর সাপ মারা হয়েছিল। তাই সাপের বিষক্রিয়ায় মৃত্যুর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
উমরের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। পাকিস্তানের জনপ্রিয় উপস্থাপক ফাহাদ মুস্তাফা বলেছেন, এই খবর শুনে তিনি বাকরুদ্ধ হয়ে গেছেন। ‘শান-ই-রামজান’-এর সঞ্চালক ওয়াসিম বাদামী জানান, চিকিৎসকদের কাছ থেকে তিনি জেনেছেন—উমরের মৃত্যু হয়েছে হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার (কার্ডিয়াক অ্যারেস্ট) কারণে। প্রবীণ অভিনেতা আইজাজ আসলাম, অভিনেত্রী মাহিরা খান ও মোমল শেখও উমরের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।
সোমবার দারাবান রোডে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় জাখোরি শরিফ কবরস্থানে তাকে দাফন করা হয়। উমরের স্কুল কর্তৃপক্ষ কবরের পাশে ফুল অর্পণ করে শ্রদ্ধা জানায়।