Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেটের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে দানবীর ড. সৈয়দ রাগীব আলীর জন্মদিন উদযাপন  

Tanazzina TaniabyTanazzina Tania
9:27 am 12, October 2025
in সারাদেশ
A A
0
উৎফল বড়ুয়া, সিলেট:
সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম‍্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলীর জন্মদিন উদযাপন করেছে বিশ্ববিদ্যালয় পরিবার। শনিবার (১১ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় বিশিষ্ট শিল্পপতি, শিল্পসাহিত্যের বরেণ্য পৃষ্ঠপোষক, একজন নিবেদিতপ্রাণ শিক্ষানুরাগী, বিশিষ্ট চা শিল্প উদ্যোক্তা ও উপমহাদেশের প্রখ্যাত দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।
জন্মদিন উদযাপন অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ জানিয়ে দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেন, সিলেট নগরী থেকে অদূরে দক্ষিণ সুরামার শহরতলীতে অবস্থিত লিডিং ইউনিভার্সিটি যেভাবে শিক্ষার আলো ছড়াচ্ছে তার পিছনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের অবদান রয়েছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নতি তথা দেশ ও জাতির সামগ্রিক উন্নয়নে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তাই তিনি সবাইকে নিজের অবস্থান থেকে দায়িত্বশীল হয়ে কাজ করার আহবান জানান।
আলোচনা অনুষ্ঠানে দানবীর ড. সৈয়দ রাগীব আলীর দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, ‘আজ আমরা যাঁর জন্মদিন পালন করছি তিনি শুধু একজন দানবীর নন, তিনি বাংলাদেশের একজন আলোকবর্তিকা এবং তাঁর আলোতে আলোকিত হচ্ছে অসংখ্য মানুষ।’ তিনি আরও বলেন, একজন একনিষ্ঠ মানুষ কিভাবে বিন্দু থেকে সিন্দুতে পরিনত হয় দানবীর ড. সৈয়দ রাগীব আলীর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিলে মানুষের মধ‍্যে এ চেতনা জাগ্রত হবে এবং সে লক্ষ্যেই আমাদের আজকের এ অনুষ্ঠানের আয়োজন। পরিশেষে তিনি সবাইকে নিজেদের দায়িত্ব পালন ও দানবীর ড. সৈয়দ রাগীব আলীর প্রতি কৃতজ্ঞতার মাধ‍্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার আহবান জানান, যাতে করে সিলেটসহ দেশ ও জাতি উপকৃত হচ্ছে এবং ভবিষ্যতেও হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই, ট্রাস্টি বোর্ডের সদস্য ডা. সাদিয়া মালিক চৌধুরী, ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, ছাত্র কল‍্যান উপদেষ্টা ও পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মো. আব্দুল মজিদ মিয়া, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাহবুবুর রহমান,  পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, সকল বিভাগীয় প্রধানদের পক্ষে ব‍্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা, জুলাই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের পক্ষে সৈয়দা ছালছাবিল আরিয়া এবং রাগীবনগর এলাকাবাসিদের পক্ষে এনামুল হক মাক্কু প্রমুখ।
অনুষ্ঠান মালায় ছিল সকাল ১১টায় দানবীর ড. সৈয়দ রাগীব আলী ক‍্যাম্পাসে পৌছলে তাঁকে  বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি এবং রোভার স্কাউটস গার্ড অব অনার প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে পায়রা এবং ব‍েলুন উড়ানোর পর ক‍্যাম্পাস প্রাঙ্গনে একটি  চন্দ্রপ্রভা ফুলের চারা রোপণ করেন তিনি।
সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের গ‍্যালারী-১ এ জন্মদিন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন, ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া।কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম।
কর্মকর্তা ও কর্মচারিদের পক্ষ থেকে ড. সৈয়দ রাগীব আলীকে ফুল দিয়ে বরণ করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোহাম্মদ কবির আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. কবির আহমেদ এবং  লাইব্রেরিয়ান মো. আব্দুল হাই ছামেনী। ট্রাস্টি বোর্ডের পক্ষে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. আব্দুল মজিদ মিয়া, ব‍্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা, ট‍্যুরিজম ও হসপিটালিটি ম‍্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহবুবুর রহমান, আইন বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মামুন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মিসেস শাম্মী আক্তার, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ মহসিন আলী, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার অমিত চক্রবর্তী, ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ জিয়াউর রহমান এবং ইলেকট্রিকেল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মো. নিয়াজ মোর্শেদুল হক।
ফুল দিয়ে আরও শুভেচ্ছা জানানা রাগীব নগর এলাকাবাসির পক্ষে এনামুল হক মাক্কু, মো. রকিব উদ্দিন প্রমুখ এবং লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন ক্লাবের পক্ষে প্রত‍্যেক ক্লাব প্রসিডেন্ট এবং সেক্রেটারিগণ।
ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারি অধ‍্যাপক ফজলে এলাহি মামুনের পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ‍্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম। দানবীর ড. সৈয়দ রাগীব আলীর জীবন ও কর্মের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করেন আইটি দপ্তরের সহকারি প্রশাসনিক  কর্মকর্তা আতিকুল ইসলাম এবং লিডিং ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে দানবীর ড. সৈয়দ রাগীব আলীর বর্ণাঢ্য, কর্মময় ও ঘটনাবহুল জীবনালেখ্য নিয়ে মানপত্র পাঠ করেন আইন বিভাগের প্রভাষক মো. রেজাউল করিম রাজ। পাঠ শেষে মানপত্র এবং একটি সন্মাননা স্মারক দানবীর ড. সৈয়দ রাগীব আলীর হাতে তুলে দেন লিডিং ইউনিভার্সিটির পক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
এসময় উপস্থিত সবাইকে নিয়ে জন্মদিনের কেক কাটেন দানবীর ড. সৈয়দ রাগীব আলী। অনুষ্ঠানে দানবীর ড. সৈয়দ রাগীব আলীর জীবন ও কর্মের উপর গীতিকবি আব্দুল আজিজ চৌধুরী লেখা গীতিকবিতায় ‘দানবীর ড. সৈয়দ রাগীব আলী’ গ্রন্থ এবং  লিডিং ইউনিভার্সিটির কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিমের অনুবাদে ‘Danobir Dr. Syed Ali at a glance’ বইয়ের মোড়ক উন্মোচন করেন দানবীর ড. সৈয়দ আলী, উপাচার্য প্রফেসর ড. মোহা তাজ উদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ‍্যাপক কাজী মো. জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সিলেটের বাউল শিল্পী নোমান আহমেদ রিপন ও তার দল।
গান ও কবিতা পাঠ করেন ছাতক থেকে আগত গীতি কবি আব্দুল আজিজ চৌধুরী। অনুষ্ঠানে দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে নিবেদিত করে কবিতা আবৃত্তি করেন কবি তারেশ কান্তি তালুকদার, কবি ফজলুর রহমান ফজলু, ‘কর্মি মানব’ কবিতা কবি কামাল আহমেদ, কবি য‍্যুতিরময় দাস, নিবেদিত কবিতা ‘রাগীবের অনুরাগ’ আইন বিভাগের প্রভাষক রেজাউল করিম রাজ, একতার হোসেন এবং আব্দুল হাকিম প্রমুখ। এতে গান পরিবেশন করেন বাউল নোমান উদ্দিন রিপন, বাউল ছালেহ আহমেদ সালাম, কন্ঠশিল্পী শাম্মি আক্তার জবা, এম এ জাহিদ হোসেন এবং তোফায়েল আহমদ প্রমুখ।
ShareTweetPin

সর্বশেষ

দেশীয় ফার্নিচার শিল্পের বিকাশে ঢাকায় ফার্নিচার মেলার উদ্বোধন

October 14, 2025

শার্শার নাভারন সরকারি খাদ্য গুদামে দুদকের অভিযান

October 14, 2025

সদরপুরে ছিনতাই হওয়া ইজিবাইক সহ ১ ছিনতাইকারী আটক

October 14, 2025

ময়মনসিংহে জেলা জাতীয় নাগরিক পার্টি(এনসিপির)সমন্বয় সভা

October 14, 2025

‘দেশের প্রতিটি শিশুর অধিকার ও নিরাপদ শৈশব নিশ্চিত করতে হবে’

October 14, 2025

ব্রাহ্মণপাড়ায় রবি ফসলের প্রনোদণা হিসেবে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ 

October 14, 2025

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৮১১-২৭৪০১৫
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ইতিহাস
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম