রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনের প্রভাবে পোষ্য কোটা স্থগিত করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ১টায় উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব এই সিদ্ধান্তের ঘোষণা দেন। আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যসহ কিছু শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর উপর হামলার ঘটনা ঘটে।
ঘটনার প্রতিবাদে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ে শাটডাউন শুরু করেছেন। প্রশাসন পরিস্থিতি মূল্যায়ন ও সিদ্ধান্ত নেওয়ার জন্য জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করেছে।

