মো. নাছির উদ্দিন, চাঁদপুর প্রতিনিধি:
বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে চাঁদপুরের কচুয়ায় ‘শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫’ পালন করেছে।
‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ উপলক্ষে আজ রবিবার(১৪ ডিসেম্বর ২০২৫) সকাল ০৯.০০ ঘটিকায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেলের সভাপতিত্ব করেন এবং সহকারী কমিশনার ভূমি আবু নাছিরের সঞালনায় মুক্তিযোদ্ধা, সূধীজনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা বক্তব্য রাখেন।
বক্তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নিহত বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের ত্যাগ ও অবদানের কথা স্মরণ করেন। তারা মুক্তিযুদ্ধের চেতনায় শোষণমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

