কলকাতার বাজারে পৌঁছেছে পদ্মার ইলিশ। দুর্গাপূজার আগে ব্যবসায়ীদের জন্য আনন্দের খবর হলেও আকাশছোঁয়া দাম কিছুটা উদ্বেগ সৃষ্টি করেছে।
কলকাতার পাইকারি বাজারে বৃহস্পতিবার ভোরে ৩৮ মেট্রিক টন পদ্মার ইলিশ বেনাপোল সীমান্ত দিয়ে ভারত পৌঁছায়। প্রথম দিনে পাইকারি বাজারে ৭০০ গ্রাম থেকে ১ কেজির ইলিশের দাম ১৫০০-১৭০০ রুপি, আর ১ কেজির বেশি হলে ১৮০০-২০০০ রুপির মধ্যে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে দাম আরও কিছুটা বাড়বে।
ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, কলকাতার বাজারে গুজরাটের ইলিশ পদ্মার ইলিশের বাজারকে প্রভাবিত করছে। অনেক ক্রেতা কম দামের গুজরাটের ইলিশ কিনছে, ফলে খুচরা ব্যবসায়ীদের পদ্মার ইলিশ বিক্রি কম হচ্ছে।
ইলিশ ইমপোর্টার অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ মাকসুদ আনোয়ার জানান, বাংলাদেশের ল্যান্ডিং কম হওয়ায় পর্যাপ্ত পরিমাণ ইলিশ আমদানি সম্ভব হচ্ছে না। ৫ অক্টোবর পর্যন্ত ৫০০ মেট্রিক টনের বেশি পদ্মার ইলিশ কলকাতায় পৌঁছানো সম্ভব নাও হতে পারে।
কলকাতার ব্যবসায়ীরা আশা করছেন, পরবর্তী দিনগুলোতে যোগান বাড়লে দাম কিছুটা কমে আসতে পারে।