জয়পুরহাটে দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সরকারি বরাদ্দের চাল বিতরণ করেছে সেন্টার ফর হিউম্যান ডেভেলপমেন্ট—সিএইচডি। আজ সকালে সদর উপজেলার দুর্গাদহ বাজারে সংস্থাটির অফিস মিলনায়তনে শতাধিক নারী সদস্যের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ বাজারে সেন্টার ফর হিউম্যান ডেভেলপমেন্ট সিএইচডি’র অফিস হলরুমে আজ বুধবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয় সরকারি বরাদ্দের চাল বিতরণ কর্মসূচি। এতে সংস্থাটির একশ নারী সদস্যের প্রত্যেককে ১০ কেজি করে চাল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএইচডি’র নির্বাহী পরিচালক খাদিজা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লায়লা নাসীরন জাহান।
আয়োজকেরা জানান, সরকারি বরাদ্দের এই চাল দরিদ্র নারীদের পরিবারে স্বস্তি বয়ে আনবে। নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের কাছে সহায়তা পৌঁছে দেওয়া হবে বলেও জানান তারা।
দেশের বিভিন্ন এলাকায় দুস্থদের মাঝে সরকারি সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্ট দপ্তর ও এনজিওগুলো একযোগে কাজ করছে বলে জানানো হয়েছে। সটঃ খাদিজা খাতুন, নির্বাহী পরিচালক, সিএইচডি৷







