চাইথোয়াইমং মারমা স্টাফ প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাননীয় ট্রাস্টি দীপক কুমার পালিত বলেছেন, সনাতন ধর্ম পৃথিবীর সর্বপ্রথম এবং অন্যতম সর্বশ্রেষ্ঠ ধর্ম। সৃষ্টির আদি থেকে এ ধর্মের আবির্ভাব। যা পূর্বে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। তাই সনাতন ধর্মের দর্শন প্রতিটি জীবের সাথে অঙ্গাঅঙ্গিভাবে যুক্ত আছে।
পৃথিবীর প্রাচীনতম ধর্মমত হয়েও তাই আজও সনাতন ধর্ম সগর্বে জাগ্রত আছে। সনাতন ধর্মের উদারতা ও সাবলীলতা মানুষে মানুষে সম্প্রীতি ও মমত্ববোধ জাগরিত করে। ধর্ম হচ্ছে ভগবান প্রণীত সেই জীবন প্রণালী বা ব্যবস্থা যা অনুশীলনের মাধ্যমে মানুষ জীবাত্মা ও পরমাত্মার মধ্যে নিত্য সম্পর্ক স্থাপন করতে পারে। সনাতন ধর্ম জগতের সকল মানুষের এবং সকল জীবের মঙ্গল কামনার কথা বলে। তিনি আরো বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সকল ধর্মের মানুষের সম-অধিকার ও সমমর্যাদায় বিশ্বাসী।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট মঠ-মন্দির- দেবালয় এবং শ্মশান উন্নয়ন ও সংস্কার, ষষ্ঠ হতে দশম শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান, অস্বচ্ছল ও হতদরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান, সেবায়েত ও পুরোহিত প্রশিক্ষণ কর্মশালা, তীর্থ ভ্রমন, প্রাক-প্রাথমিক ও ধর্মীয় শিক্ষা কেন্দ্র পরিচালনাসহ নানাবিধ কর্মকান্ড করে থাকে। তিনি মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ২০২৫) সন্ধায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন কলাউজন সার্বজনীন মহোৎসব কমিটি আয়োজিত ৫৮তম সনাতন ধর্ম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এই কথাগুলো বলেন।
কলাউজান শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির ও শ্রীশ্রী কালী মন্দির প্রাঙ্গণে সার্বজনীন মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি পরিমল কান্তি দাশের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক শংকর কর্মকারের পরিচালনায় অনুষ্ঠিত ধর্মসভায় প্রধান ধর্মীয় আলোচক ছিলেন বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ ও সমাজঅনুভাবক শ্রীশ্রী চন্ডীতীর্থ মেধস আশ্রমের সভাপতি অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী। বিশেষ অতিথি ছিলেন সমাজগবেষক সুখময় চক্রবর্ত্তী, চট্রগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক লায়ন রিমন কান্তি মুহুরী, অধ্যক্ষ ছন্দা চক্রবর্ত্তী, গীমাসের প্রধান উপদেষ্টা অধ্যাপক কৃষ্ণা দাশ, কবি ও প্রাবন্ধিক উত্তম চক্রবর্ত্তী। স্বাগত বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক টিটো দাশ। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ধূর্জ্জটি প্রসাদ দাশ, প্রশান্ত দাশ, পবন চৌধুরী, পার্থসারথী দাশ যিশু, রতন কান্তি দাশ টুকুল, শিক্ষক অরুন কান্তি দাশ, বিশ্বনাথ সেন বাসু, তরুন কান্তি দাশ নেহেরু প্রমূখ।